১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে ছিনতাই হওয়া আলমসাধুসহ ৪ জন। কোটচাঁদপুর মডেল থানার ছিনতাই মামলার আসামি তারা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ছিনতাই হওয়া আলমসাধুসহ ৪ জনকে মাগুরা শালিখা, যশোরের কোতোয়ালি, বাঘারপাড়া ও অভয়নগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন যশোর জেলার বাঘারপাড়া থানার বন্দবিলা গ্রামের জব্বার মোল্লার ছেলে বাবুল হোসেন (৪৫), একই উপজেলার ছাইবাড়িয়া পশ্চিম পাড়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে হযরত মোল্লা (৩০), মাগুরা জেলার শালিখা থানার ছয়ঘরিয়া মধ্যপাড়া গ্রামের মৃত ইসহাক মোল্লার ছেলে শুকুর আলী (৪৫), যশোর জেলার অভয়নগর থানার প্রেমবাগ মোয়াজ্জেল পাড়া গ্রামের টিটু শেখের ছেলে...