অ্যাকটিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য শুক্রবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন যে ইলিয়াসের নামে মামলা করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পিনাকী বলেন, অভিযোগ যে ব্যক্তির বিরুদ্ধে, আসলে সেই ব্যক্তিরই নামেই মামলা হওয়া উচিত ছিল—এখানে অন্যের নামে মামলা হওয়া অত্যন্ত নাক্কারজনক। পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, ইলিয়াস এখানে কীভাবে দোষী—যে ব্যক্তি ব্ল্যাকমেইলের অভিযোগ আনছে, তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, আর যাকে এই তথ্য ফাঁস করেছে তার নামে কী করে মামলা? তিনি এটাকে অচল বিচারিক ব্যবস্থার উদাহরণ মনে...