বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সেই গণতন্ত্রের কথা বলে, যেখানে মানুষ ভোটের অধিকার, অর্থনৈতিক মুক্তি এবং দেশের মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে পারে। বিএনপি কারো উপর কিছু চাপিয়ে রাজনীতি করে না, বরং দেশের মানুষের কথা শুনে ও তাদের উপদেশ নিয়ে রাজনীতি করে। শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশের জিনারদী ইউনিয়নের পন্ডিপাড়া ও তারগাঁত্ত গ্রামে উপজেলা বিএনপির গণসংযোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঈন খান আরও বলেন, “যেই গণতন্ত্রের জন্য দেশের মানুষ দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছে, সেই যাত্রা গত এক বছর আগেই শুরু হয়েছে। আগামী বছরের জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হবে।” তিনি গণতন্ত্রের সংজ্ঞা তুলে ধরে বলেন, “গণতন্ত্র হলো সকল মানুষের অধিকার নিশ্চিত করার একটি...