মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে একটি লজ্জাবতী বানর। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার পশ্চিম ভাড়াউড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। স্থানীয় যুবক জাকারিয়া প্রথমে বানরটিকে বৈদ্যুতিক তারে ঝুলতে দেখে দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। বিদ্যুৎ বিভাগকে অবহিত করার পর প্রায় চল্লিশ মিনিটের প্রচেষ্টায় বানরটিকে উদ্ধার করা হয়। কিন্তু তখন আর বাঁচানো সম্ভব হয়নি। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল জানান,খাদ্যের খোঁজে গ্রামে ঢুকে বানরটি অসতর্কভাবে বিদ্যুতের তারে স্পর্শ করে। পরিবেশকর্মীরা বলছেন, বনভূমি ধ্বংস, মানুষের বসতিতে প্রবেশ ও অনিরাপদ পরিবেশ—সবকিছু মিলে লজ্জাবতী বানরের অস্তিত্ব ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। বিদ্যুতের অনিরাপদ তার এদের জন্য প্রাণঘাতী ফাঁদের মতো কাজ করছে।...