স্থানীয়রা জানান, মাত্র ২২ দিন আগে রোগে আক্রান্ত হয়ে তার স্ত্রী মারা যান। বাবা-মাও আগে মারা গেছেন। এখন তাদের দুই শিশু সন্তান পুরোপুরি অনাথ হয়ে পড়েছে। একের পর এক দুর্ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক। মাহমুদুল্লাহ উখিয়ার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা। সম্প্রতি তিনি ব্যক্তিগত কাজে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ডাকাতরা মহাসড়কের মালুমঘাট এলাকায় রশি টেনে মোটরসাইকেল থামায়। এরপর তারা আরোহীদের ওপর হামলা চালায়। এসময় মারাত্মকভাবে আহত হন মাহমুদুল্লাহ। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায়ই ডাকাতরা সক্রিয় হয়ে ওঠে। গভীর রাতে গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর ও লুটপাটের ঘটনা নিয়মিত ঘটছে। তারা দ্রুত নিরাপত্তা...