এশিয়া কাপে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে আজ শুক্রবার ওমানের বিপক্ষে মাঠে নামছে ভারত। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের এই ম্যাচের আগে দুদলের অবস্থান দুই মেরুতে। ভারত আগেই সুপার ফোরে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে ওমান। যে কারণে আজ রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচটি শুধুই নিয়মরক্ষার; মানে উত্তেজনার পারদ একেবারেই নিচে। তবে ওমান দলে সাবেক ভারতীয় ক্রিকেটার বিনায়ক শুক্লার উপস্থিতি ও ম্যাচের আগে তার দেওয়া সাক্ষাৎকার বাড়তি গুরুত্ব যোগাচ্ছে আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের আজকের লড়াইয়ের। এক সময় ভারতের জাতীয় দলের খেলার জন্য কঠিন লড়াই করেছেন বিনায়ক। তবে উত্তর প্রদেশের এই ক্রিকেটারের আশা পূরণ হয়নি। নীল জার্সি গায়ে দেওয়ার সুযোগ পাননি তিনি। ব্যর্থতার বোঝা ঘাড়ে নিয়ে ২০২১ সালে ভারতীয় ক্রিকেটই ছেড়ে দেন বিনায়ক।...