চট্টগ্রামের পটিয়ায় পুলিশের হাত থেকে পালানোর পরদিনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মোহাম্মদ ফাহিমের বিরুদ্ধে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে। খুনের শিকার যুবকের নাম মোহাম্মদ মামুন। বৃহস্পতিবার রাতে তার বাড়ির কাছেই প্রবাসী মামুনকে ঘর থেকে ডেকে নিয়ে খুন করা হয়। স্থানীয়রা জানান, বুধবার ছাত্রলীগ নেতা ফাহিম এক ব্যবসায়ীকে মুন্সেফ বাজার এলাকা থেকে অপহরণ করে। সন্ধ্যায় পুলিশ তাকে ধরতে গেলে প্রবাসী মামুন ছাত্রলীগ নেতা ফাহিমের ঘর দেখিয়ে দেয়। সে সময় পুলিশের হাত থেকে ফাহিমের মা ফাহিমকে ছিনিয়ে নেয়। পুলিশকে ঘর দেখিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে ঘর থেকে বের করে নিয়ে মামুনকে খুন করে ফাহিম। আরও পড়ুনআরও পড়ুনলিবিয়ায় গুলিবিদ্ধ বাংলাদেশি যুবক জীবনের খোঁজ মেলেনি ১১ দিনেও নিহত মামুন দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গা পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবুল বশরের ছেলে। খুনি ফাহিম একই...