১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম দেশব্যাপী আলোচিত বিএনপির নেতাকর্মী-কর্মীদের দাওয়াত না দেওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজন করা সকল খাবার খেয়ে ও নষ্ট করে ফেলার ঘটনার সঙ্গে জড়িত গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সদস্য ও ওয়ার্ডের সভাপতি মাহবুব কাজীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে আমতলী উপজেলার বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক জহিরুল ইসলাম মামুন ভিপি ও সদস্য সচিব তুহিন মৃধা স্বাক্ষরিত এক পত্রে তাকে এ নোটিশ দেওয়া হয়। ওই নোটিশে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে। অপর দিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ উপেক্ষা করে ঘটনার অন্তরালে কলকাঠি নাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন দায়সারা সালিশ ব্যবস্থা করেছেন এমন অভিযোগ...