কৃষি প্রধান দেশ বাংলাদেশ। অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। ধান, পাট, গম, সরিষা সহ বিভিন্ন শষ্য উৎপাদনের পাশাপাশি এখানে বিভিন্ন জাতের মসলা যেমন আদা, হলুদ, মরিচ, আলু সহ বিভিন্ন জাতের শষ্য উৎপাদন করে থাকে। বর্তমানে মোহনগঞ্জে বেড়েছে বস্তায় আদা চাষ। অনেক কৃষক ঝুঁকেছেন বস্তায় আদা চাষে। উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও পৌর শহরের বিভিন্ন এলাকায় বস্তায় আদা চাষ হচ্ছে। পৌর শহরের দেওথান গ্রামের অসিত কর তার নিজ বাড়ির পতিত জমিতে কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় বস্তায় আদা চাষ করছেন। প্রায় ৫০০ শত বস্তায় তিনি আদা চাষ করছেন। ফলন ভালো হবে বলে আশা করছিলেন। কিন্তু এবার প্রবল বৃষ্টিপাতের কারণে অনেক আদা গাছ নষ্ট হচ্ছে। তাই আশানুরূপ আদা পাওয়া যাবে না বলে জানান। এর পরেও আশা ছাড়ছেন না। যতটুক পাওয়া...