শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের (পুরুষ) উদীয়মান তারকা দুনিথ ওয়েল্লালাগের বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের কোচ ও সাবেক অধিনায়ক সনাৎ জয়সুরিয়া। তরুণ এই ক্রিকেটারের জীবনের প্রতি পদক্ষেপে পাশে থাকার অঙ্গীকারও করেছেন কিংবদন্তী এই ব্যক্তিত্ব। শোকবার্তায় জয়সুরিয়া বলেছেন, সুরাঙ্গা ছিলেন একজন বাবা এবং ক্রিকেটার। তিনি এমন এক সন্তানকে মানুষ করেছেন, যাকে নিয়ে পুরো জাতি গর্বিত। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শেষনিঃশ্বাস ত্যাগ করেন সুরাঙ্গা ওয়েল্লালাড়ে। সে দিন এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপ-বি ম্যাচে খেলছিলেন দুনিথ। মাত্র ২২ বছর বয়সী এই ক্রিকেটার ম্যাচ শেষ হওয়ার পরই বাবার মৃত্যুর খবর পান। এরপরই দ্রুত দেশে ফিরে যান তিনি। শ্রীলঙ্কা ওই ম্যাচে ছয় উইকেট ও আট বল হাতে রেখে জিতে সুপার ফোরে উঠেছে। দুনিথকে উদ্দেশ্য করে জয়সুরিয়া বলেছেন, তোমাকে নিয়ে সুরাঙ্গা নিশ্চিতভাবেই গর্ব করতে পারতেন।...