ঢাকা মহানগর গোয়েন্দা ও দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে মহিবুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টায় পার্বতীপুরে রেল জংশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহিবুল ইসলাম পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদী উজ্জামানের ছেলে। এসএসসি পাসের পর মহিবুল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পলিটেকনিক্যাল ডিপ্লোমা পাস করেন। ১ সপ্তাহ আগে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস অভিযোগে মহিবুল ইসলামের নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিতে একটি মামলা হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযুক্ত যুবক মহিবুল ইসলাম বিষয়টি বুঝতে পেরে গা ঢাকা দেন। ঢাকা মহানগর গোয়েন্দা ডিপি পুলিশ জানতে পারে তিনি ট্রেনের টিকিট কাটার সময় তার মোবাইল ফোন খোলা হয়।...