রাজধানীর গুলশানের নর্দা এলাকায় অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ লাখ ৩৭ হাজার টাকাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন হেনা আক্তার, সৈকত ইসলাম, সিরাজ আহমেদ রিফাত ও খায়রুল ইসলাম। বৃহস্পতিবার রাতে গুলশান থানার নর্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গুলশান থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গুলশান থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নর্দা এলাকার একটি বাসায় কিছু মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৩৭ হাজার টাকা...