যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের বিরুদ্ধে নানা আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জানিয়েছেন ১৪ মাস ধরে বেতনবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষকরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ জানান তারা।এর আগে গত ১৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে বেতনবঞ্চিত শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছাড়ানোর অভিযোগ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগম। সে সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন এবং শিক্ষক-কর্মচারীদের বেতন বকেয়া থাকার ব্যাখ্যা তুলে ধরেন। তবে বেতনবঞ্চিত শিক্ষকদের দাবি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতিষ্ঠানের ব্যয় এবং ঘাটতির যে চিত্র তুলে ধরেছেন তা সম্পূর্ণ অস্বচ্ছ এবং বানোয়াট। ভারপ্রাপ্ত অধ্যক্ষের আগের সংবাদ সম্মেলনে মিথ্যাচার ও ১৪ মাসের বেতন না দেওয়ার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেন শিক্ষকরা।সংবাদ সম্মেলনে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আয়-ব্যয়ের...