ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ মারা গেছেন। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় হৃদরোগে আক্রান্ত হন এই শিল্পী। কাল শনিবার (২০ সেপ্টেম্বর) তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য একটি সাংস্কৃতিক উৎসবে পারফর্ম করার কথা ছিল। ৫২ বছর বয়সী এই শিল্পী, যিনি ‘ইয়া আলি’ গানটির জন্য বিশেষ খ্যাতি পান। জানা গেছে, মৃত্যুর আগে তিনি বন্ধুদের সঙ্গে একটি ক্রুজে ছিলেন। অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ভারতীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে তিনি মারা যান। মৃত্যুর খবরটি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ‘আমি কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটার কাছ থেকে ফোনে এই দুঃখজনক সংবাদটি পেলাম। এই ক্ষতি বর্ণনা করার মতো কোনও শব্দ নেই। আমরা এক অমূল্য সম্পদ...