চট্টগ্রামের বোয়ালখালীতে পানি প্রবাহ নিয়ন্ত্রণে স্লুইস গেট স্থাপন করা গেলে চাষাবাদের আওতায় আসবে শত শত হেক্টর জমি। এনিয়ে গত সোমবার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে ছন্দারিয়া খালের মোহনায় স্লুইস গেট স্থাপনের আবেদন জানিয়ে লিখিত আবেদন করেছেন কৃষকেরা। ৪০ জনেরও অধিক ব্যক্তির স্বাক্ষরিত এ আবেদনে বলা হয়, উপজেলার শতাধিক বিলের কয়েক শত হেক্টর জমি জলাবদ্ধতার কারণে অনাবাদি। গত দুই দশক পূর্বেও এসব জমিতে ধান, রবিশস্য ও শীতকালীন শাকসবজি আবাদ হতো। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বোয়ালখালীতে মোট আবাদি জমির পরিমাণ ১৬ হাজার ৯২০ একর। এর মধ্যে এক ফসলি জমি ৩ হাজার ৫৩২ দশমিক ৪০ একর, দুই ফসলি ১২ হাজার ১৫২ দশমিক ৪০ একর ও তিন ফসলি ১ হাজার ১৩৬ দশমিক ২০ একর। সম্প্রতি কৃষি অফিসের জরিপে দেখা গেছে, নানা...