আজ ১৯ সেপ্টেম্বর। বাংলাদেশের চলচ্চিত্রে এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর ৫৪তম জন্মদিন। নব্বইয়ের দশকে ঢাকাই সিনেমায় ধুমকেতুর মতো আবির্ভাব হয়েছিল তার। প্রতিভা দিয়ে তিনি জয় করেছিলেন সিনেমাপ্রেমীদের হৃদয়। তাইতো মৃত্যুর ২৯ বছর পর আজও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি হয়ে উঠেছিলেন এক বিস্ময়, এক প্রজন্মের আবেগ। প্রতিভার পাশাপাশি তিনি ফ্যাশনে নিজস্ব স্টাইল তৈরি করেছিলেন। তার মতো এমন স্টাইলিশ নায়ক বাংলাদেশে আর আসেনি। তার স্টাইল ছিল সময়ের চেয়ে আধুনিক ও অনুকরণীয়, যা তাকে বাংলা ছবির স্টাইল আইকন হিসেবে পরিচিতি দিয়েছে। আজও তিনি স্বপ্নের রাজকুমারের মতো জায়গা করে আছেন বাংলা ছবির দর্শকের হৃদয়ে। সালমানের ফ্যাশন আর ড্রেসিং সেন্স দেখলে মনে হয়, একটা মানুষ সময়ের চেয়ে এতটা এগিয়ে ফ্যাশনেবল কীভাবে হতে পারেন। এই ফ্যাশনই তাকে করেছে অমর। হয়েছেন তরুণদের...