টঙ্গীর তুরাগ নদের প্রত্যাশা সেতুর নিচে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে টঙ্গীর মুনাফা এলাকায় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. শাহীন আলম জানিয়েছেন। মৃত নয় বছর বয়সী শামী আক্তার টঙ্গী পশ্চিম থানার নিশাতনগর এলাকার সোহেল মিয়ার ছেলে। শাহীন আলম বলেন, “শুক্রবার স্কুল বন্ধ থাকায় শিশু শিক্ষার্থী শামী আক্তার সহপাঠীদের সঙ্গে খেলতে বের হয়। এক পর্যায়ে তাদের সঙ্গে প্রত্যাশা ব্রিজের নিচে পানিতে গোসল করতে নেমে তলিয়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। “পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেলা সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আধাঘণ্টা পর বেলা ১টার দিকে শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনদের...