কার্যাদেশ প্রাপ্তির ১৮ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার কথা থাকলেও ৩ বছরে সেতুর দুই পাশের ব্যাজ ও দুটি পিলারের আংশিক নির্মান ছাড়া কাজের দৃশ্যমান কোন অংশ নির্মাণ হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের জুন মাসে সেতু নির্মাণের কার্যাদেশ পায় সানটেক এমকে(জেভি) নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। বিধি মোতাবেক পরবর্তী ১৮ মাস সময়ের মধ্যে ২০২৩ সালের ডিসেম্বর মাসে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা । অথচ নির্ধারিত সময় শেষে অতিরিক্ত ২১ মাস সময় অতিবাহিত হলেও সেতুর কাজের ৬০ শতাংশও সম্পন্ন হয়নি। গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন জানান, নির্ধারিত সময়ে সেতু নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় কয়েক দফা সময় বৃদ্ধি করা হয়েছে, ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওই কর্মকর্তা। তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রকৌশলী...