“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার—বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় প্রবাসীদের নিরাপদ অভিবাসন ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইটখোলায় অবস্থিত মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মো. রেজাউল করিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টিটিসি মাগুরার অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও সঠিক...