ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ঠিক পাশেই প্রাচীণ জলাধার ধর্মসাগর। বৃত্তকার স্টেডিয়ামটি নান্দনিক সৌন্দর্য চোখ জুড়িয়ে যাবে। তবে এ মাঠকে যারা হোম ভেন্যু করেছে, সেই মোহামেডান ও আবাহনীর অবহেলায় মাঠের অবস্থা অথৈবচ। একেবারেই অপ্রস্তুত মাঠে হলো ঘরোয়া মৌসুমের সূচনা। গত মৌসুমের মতো শুরুটা হলো বসুন্ধরা কিংসের শিরোপা উৎসবে। চ্যালেঞ্জ কাপে মর্যাদার ম্যাচে দশজন নিয়েও তারা মোহামেডানকে হারায় ৪-১ ব্যবধানে। গত মৌসুমে যুক্ত হওয়া এই আসরের রোল অব অনার থাকলো অপরিবর্তিত। গতবার শিরোপা লড়াইটা হয়েছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়। সেবার লিগ চ্যাম্পিয়ন হওয়ায় ঘরের মাঠে ম্যাচ আয়োজনের সুযোগ পায় বসুন্ধরা। এবার সে সুযোগটা মোহামেডান নিয়েছে ঠিক, তবে ঘরের মাঠের বাড়তি সুবিধা কাজে লাগাতে পারেনি তারা। তাই তো বসুন্ধরাকে টানা দুই ম্যাচে হারানোর পর লজ্জার হারের তেতো স্বাদ পেতে হয়েছে সাদা-কালোদের। অথচ ৩০...