দীর্ঘ কয়েক বছর ধরে সামাজিক মাধ্যমে আলোচিত-সমালোচিত টিকটক কনটেন্ট ক্রিয়েটর লায়লা আখতার ও প্রিন্স মামুনের সম্পর্কের উত্তেজনা এখনো শেষ হয়নি। আড়াই বছরের সম্পর্কের পরে উভয়ের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়। কখনো অভিযোগ তোলেন লায়লা, আবার কখনো মামুন। বিষয়টি আদালতের দ্বারস্থ হয়েছে এবং বিভিন্ন মামলা বিচারাধীন। ২০২৩ সালের ৯ জুন লায়লা আখতার প্রিন্স মামুনের বিরুদ্ধে ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ অভিযোগ দায়ের করেন। পরের দিন কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জামিনে মুক্ত হওয়ার পরও ২০২৪ সালে লায়লা প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশের প্রতিবেদন আমলে নিয়ে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ডিজি সূত্রে জানা গেছে, গত বছরের ৪ জুন প্রিন্স মামুন লায়লার বাসায় এসে মামলা তুলে নিতে হুমকি দেন এবং মারধরসহ প্রাণনাশেরও আশঙ্কা দেখান। পরবর্তীতে লায়লা ক্যান্টনমেন্ট...