বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে যদি কোনো ষড়যন্ত্র হয়, তা বিএনপির নেতাকর্মীরা রুখে দেবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, যখনই হিন্দু সম্প্রদায়ের পূজা আসে-দুর্গাপূজা হোক বা সরস্বতী পূজা-তখনই একটি মহল প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে।আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণকে ভয় দেখানো হয় যে জঙ্গি হামলা হবে। অথচ বাংলাদেশে কখনোই জঙ্গি ছিল না। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের আলাইপুরস্থ বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর পৌর পূজা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দুলু। তিনি বলেন, আসন্ন দুর্গাপূজায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন কোনো নাশকতা ঘটাতে না পারে, সেজন্য নাটোরের সব মন্দিরে পাহারা দেবে বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের কর্মীরা যদি কোনো ষড়যন্ত্রে...