বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল্লাহ রিয়াদ (৩০) উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মোহাম্মদ নবী হোসেনের ছেলে। মাত্র ২২ দিন আগে গত ২৯ আগস্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রিয়াদের স্ত্রী। তাদের ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। অল্প সময়ের ব্যবধানে একটি পরিবারের এমন মর্মান্তিক পরিস্থিতি এলাকায় শোকাবহ পরিবেশ তৈরি করেছে। বালুখালী এলাকার স্থানীয় বাসিন্দা ও রিয়াদের নিকটাত্মীয় মোহাম্মদ ইমরান খান বলেন, এটি আসলে হৃদয়বিদারক ঘটনা, দুইটা শিশু এতিম হয়ে গেল। জানি না তাদের কি হবে। রিয়াদের খুনিদের বিচার দাবি করছি, এমন মৃত্যু কাম্য নয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে মহাসড়কের মালুমঘাট ঢালায় ডাকাতদল রশি টেনে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের ওপর হামলা চালায়। এ সময় ডাকাতদের হাতে গুরুতর আহত হন...