৩ লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থীর অংশগ্রহণে শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত আটটি বিভাগীয় শহরের ২৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কর্ম কমিশন-পিএসসির সচিব মো. আব্দুর রহমান তরফদার জানিয়েছেন, ইডেন মহিলা কলেজ কেন্দ্রে একজন প্রার্থী ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশের চেষ্টা করেন। কেন্দ্রের নিরাপত্তা চেকিংয়ে ধরা পড়ায় তিনি কেন্দ্রে প্রবেশ করতে পারেননি এবং গেটের বাইরে থেকে পুলিশ তাকে আটক করে। তবে দেশের অন্যান্য কেন্দ্র থেকে কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। লালবাগ থানার ওসি মোস্তফা কামাল খান জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা করা হয়নি। ৪৭তম বিসিএসে মোট ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। সংশোধিত বিজ্ঞপ্তিতে আবেদনের বয়সসীমা প্রথমবারের মতো ৩২ বছর নির্ধারণ করা হয়েছে এবং মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে...