চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ বছর বয়সী মো. মামুনের মৃত্যু হয়। তিনি পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পশ্চিম ডেঙ্গাপাড়ার বাসিন্দা ছিলেন। পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে ডেঙ্গাপাড়া এলাকায় এক যুবক মামুনকে ছুরিকাঘাত করে। পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন, যেখানে ভোরে তিনি মারা যান। ওসি আরও বলেন, মামুনের পরিবার এখন পর্যন্ত পুলিশকে কোনো অভিযোগ জানায়নি। নিহতের বিরুদ্ধে অভিযোগ ওঠা যুবকের নাম ফাহিম। ফাহিম একটি অপহরণ মামলার আসামি বলে জানা গেছে, এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। লাশ সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে এক প্রবাসী...