দীর্ঘ ১৮ বছর পর নাঙ্গলকোট উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার। সকাল ১০টায় উপজেলার হেলিপ্যাড মাঠে শুরু হবে এ সম্মেলন। দলটির নেতারা জানান, সম্মেলনে তৃণমূলের নেতাকর্মীরা সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে বিএনপি। সম্মেলন ঘিরে ইতিমধ্যে সাজানো হয়েছে হেলিপ্যাড মাঠ। এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে চাঙ্গাভাব। দলীয় নানা স্তরে এ নিয়ে আলোচনার ঝড় বইছে। দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্যসচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং জেলা কমিটির অন্যান্য নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে এই কাউন্সিল। এর আগে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিল অনুষ্ঠিত...