চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ পরিবারের বসতঘর ছাই হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বনিক পাড়ায় এই ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শী শিক্ষক সিদুল কান্তি ধর জানান গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সুত্রপাত হয়। এলাকাবাসী এসে আগুন নেভানোর চেস্টা করলেও দ্রুত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। রাউজান ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন হারাধন ধর, প্রদীপ ধর, বিশু ধর , কৃঞ্চ পদ ধর, লিটন ধর টিটন ধর, অখিল ধর, কার্তিক ধর, কাঞ্চন ধর, মিলন ধর, পরিমল ধর, বাবুল ধর, শ্যামল ধর । আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে...