১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন। তবে ঠিক কোন ট্রেনের নিচে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, মাগুরছড়া এলাকায় ট্রেনের নিচে পড়ে আনুমানিক ১৮-২০ বছর বয়সী এক যুবকের দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে তারা বিষয়টি পুলিশ ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে অবহিত করেন। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন, “সকালে খবর পাই লাউয়াছড়ার মাগুরছড়া এলাকায় রেললাইনের পাশে একটি লাশ পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমি শ্রীমঙ্গল জিআরপি পুলিশকে অবহিত করি। তবে কোন ট্রেনে...