অপর দিকে জামালপুরের মাদারগঞ্জে বালিজুড়ী-ঝাড়কাটা রাস্তায় চরবওলা চৌরাস্তায় এলাকায় একটানা অতি বৃষ্টি কারণে আবারও নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ফলে প্রায় ৫০ হাজার মানুষের চলাচলে দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। জানা যায়, জামালপুর জেলার মাদারগঞ্জ শহরের বালিজুড়ী বাজার অধুনালুপ্ত স্বজন সিনেমা হল চৌরাস্তা মোড় ঠাকুর বাড়ি থেকে চরবওলা চৌরাস্তা মোড় ভায়া পৌর সভা গেইট সংলগ্ন মিতালী বাজার পর্যন্ত রাস্তা সহ বিভিন্ন পৌর এলাকার রাস্তায় ভাঙ্গন থাকায় জনসাধারণের চলাচল দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রথম শ্রেণিতে উন্নতি হলেও বালিজুড়ী বাজার ঠাকুর বাড়ি মোড় থেকে পৌর সভা গেইট মিতালী বাজার পর্যন্ত রাস্তার দুরত্ব মাত্র ২ কিলোমিটার। এই ২ কিলোমিটার ভাঙ্গাচুরা রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অন্তত লক্ষাধিক মানুষ। এই ২ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় উঠে গেছে সড়কের কার্পেটিং। ইটের খোয়া সরে...