১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে ভারতে অনুপ্রবেশকারী ৪ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের মেইন পিলার ১০৫ এর নিকট শূন্য রেখায় কোম্পানী কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠকে এ হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হাসান শুক্রবার বেলা ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দু'দেশের পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার আবুল বাশার মিয়া এবং ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের ব্রহ্মনগর কোম্পানী কমান্ডার ধর্মেন্দ্র সিং উপস্থিত ছিলেন। আলোচনার এক পর্যায়ে, পূর্বে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ৪ জন বাংলাদেশী নাগরিককে বিএসএফ, বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।...