১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম কিশোরগঞ্জের হোসেনপুরে মটর সাইকেল দুর্ঘটনায় উপজেলার মধ্য গোবিন্দপুর এলাকার এক প্রবীন ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)বিকেলে উপজেলার পৌর সদরের নতুন বাজার এলাকায় হোসেনপুর - ঢাকা আঞ্চলিক মহাসড়কে মটর সাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ ইসরাফিল মিয়া (৬৮)গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় (১৯ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪ টার দিকে তিনি মারা যান। নিহত প্রবীণ সমাজসেবক ইসরাফিল মিয়া উপজেলার গোবিন্দপুর বাজারের ব্যাবসায়ী ছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ...