আসামের জনপ্রিয় গায়ক এবং বলিউডের ‘ইয়া আলি’ খ্যাত জুবিন গার্গ আর নেই। মাত্র ৫২ বছর বয়সী এই তারকা সিঙ্গাপুরে এক এক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, জুবিন নর্থ ইস্ট ফেস্টিভ্যাল-এ অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানে প্যারাগ্লাইডিংয়ের সময় সমুদ্রে পড়ে যান এবং অচেতন হয়ে পড়েন। তাকে সিপিআর দেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। আসামের মন্ত্রী আশোক সিংহল এক্স-এ লিখেছেন, আমাদের প্রিয় জুবিন গার্গের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আসাম শুধু একটি কণ্ঠ নয়, তার হৃদস্পন্দন হারিয়েছে। তিনি আরও বলেন, জুবিন ছিলেন আসামের এবং সমগ্র জাতির গর্ব, যিনি তার গানে আমাদের সংস্কৃতি, আবেগ ও আত্মাকে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিয়েছেন। তার সঙ্গীতে প্রজন্মের পর প্রজন্ম খুঁজে পেয়েছে আনন্দ, সান্ত্বনা ও পরিচয়। তার প্রয়াণে তৈরি হওয়া শূন্যতা আর কখনো পূরণ...