এ বছর আবারও ড্রোন দিয়ে খাবার ডেলিভারির পরীক্ষা চালাবে মার্কিন পরিবহন অ্যাপ উবার। অনলাইন ফুড অর্ডারিং ও ডেলিভারি প্ল্যাটফর্ম ‘উবার ইটস’-এর মাধ্যমে ড্রোন দিয়ে ডেলিভারি সেবা পরীক্ষামূলকভাবে চালু করছে কোম্পানিটি। তবে এক্ষেত্রে এবার ‘ফ্লাইট্রেক্স’ নামের এক ড্রোন কোম্পানি উবারের পার্টনার হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট। ওয়ালমার্ট-এর ড্রোন ডেলিভারি প্রকল্পেও রয়েছে ‘ফ্লাইট্রেক্স’। বর্তমানে যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় খাবার ডেলিভারিতে ড্রোন সরবরাহ করছে তারা। যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ বা এফএএ-এর থেকে ‘বিয়ন্ড ভিজুয়াল লাইন অফ সাইট’ বা বিভিএলওএস অপারেশনের অনুমোদন পাওয়া চারটি কোম্পানির মধ্যে একটি ‘ফ্লাইট্রেক্স’, অর্থাৎ এখানে পাইলটরা ড্রোনকে সরাসরি না দেখেও দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। উবার ও ‘ফ্লাইট্রেক্স’-এর এ পার্টনারশিপের মাধ্যমে ‘উবার ইটস’-এর গ্রাহকরা কয়েক মিনিটের মধ্যেই খাবার পেতে পারবেন এবং সড়কের যানজট কমানোর ক্ষেত্রেও সাহায্য করবে এটি। কোম্পানি দুটি...