প্রথম ১৩ মিনিটে দুই গোল; সপ্তম মিনিটে বসুন্ধরা কিংসের, ১৩ মিনিটে মোহামেডানের। বাকি ৩২ মিনিটে দুই দলই অক্ষত রাখলো তাদের পোস্ট। গোল আর হয়নি। শেষ পর্যন্ত স্কোরলাইন ১-১ সমতায় রেখেই শেষ হলো মোহামেডান ও কিংসের চ্যালেঞ্জ কাপের প্রথমার্ধ। শুক্রবার কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়িয়েছে ২০২৫-২৬ ফুটবল মৌসুম। যদিও বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি সময়মতো খেলাটা শুরুই করতে পারেনি। পেশাদার ফুটবলের টুর্নামেন্ট ম্যাচ শুরু হয়েছে ১২ মিনিট পর। খেলা শুরুর পরও চলছিল মাঠের পাশে সংস্কার কাজ। প্রথম ৪৫ মিনিটের ম্যাচের সব আকর্ষণ ছিল প্রথম পনের মিনিটেই। ৭ মিনিটে প্রথম আক্রমণ থেকেই পেনাল্টি পায় বসুন্ধরা কিংস। ডরিয়েলটন বল নিয়ে বক্সে ঢুকলে তাকে আটকানোর চেষ্টা করেন মোহামেডানের এই মৌসুমের অধিনায়ক মেহেদী হাসান মিঠু। তবে তার ট্যাকেলটা...