সিরাজগঞ্জের কামারখন্দে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে আলিফ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আলিফ হোসেন ওই গ্রামের বাবু আকন্দের ছেলে ও চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে সাঁতার শিখতে নামে আলিফ হোসেন। এরপর পুকুরের পাড় থেকে কিছুটা দূরে চলে যায়। হঠাৎ পানিতে তলিয়ে যায়। পরে বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুকুরে নেমে সন্ধান চালান। কিন্তু খুঁজে পাইনি।...