সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ‘গ্রাম্য আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও ১০ জন। এ ঘটনার জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান জামালগঞ্জ থানার ওসি মো. জয়নাল হোসেন। নিহত সেজাউল ইসলাম কালা মিয়া (৩৫) ওই গ্রামের প্রয়াত মুজিবুর রহমানের ছেলে। আহতদের মধ্যে আব্দুল মজিদ, শুভ হাসান ও তানিমের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। বাকিরা জেলা সদর হাসপাতালে ও জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। আটকরা হলেন- একই এলাকার মোছা আলী, ইমার হোসেন, নূর আলম এবং শাখাওয়াত হোসেন তবারক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,...