বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবচর উপজেলা শাখার নবগঠিত কমিটির সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচরের স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সোহেল রানা। সভায় সদস্য সচিব সোহেল রানা বলেন, “তারেক রহমানের নির্দেশেই এই কমিটি গঠিত হয়েছে। সুতরাং এ কমিটি নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই।” আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, “দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ আমাদের একঘরে করে রেখেছিল। আমরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারিনি। জনগণের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। শারীরিক, মানসিক ও আর্থিকভাবে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। জেল-জুলুম, জরিমানা ছিল নিত্যদিনের ব্যাপার। গণমাধ্যমকর্মীরাও স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেননি, বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। এখন...