দেশের কৃষিপণ্য রপ্তানি আবারও বাড়ছে। মাঝে কিছুদিন মন্দাবস্থা থাকার পর গতি ফিরছে কৃষিপণ্য রপ্তানিতে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৪ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগষ্ট) কৃষিপণ্যে রপ্তানি আয় এসেছে প্রায় ১৭ কোটি ৪৬ লাখ ডলার। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে যা ছিল ১৬ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬৬ লাখ ডলার। এ সময়ে বিভিন্ন ধরনের কৃষিপণ্যের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে তামাকপণ্য থেকে। এ খাতে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ৯৩ শতাংশ। তামাকপণ্য থেকে রপ্তানি আয় এসেছে ৫ কোটি ডলারের বেশি। গত অর্থবছরের একই সময়ে ছিল ২ কোটি ৬০ লাখ ডলার। অন্যান্য...