জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। মৌসুমের প্রথম ম্যাচেই রেকর্ড গড়েছেন সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে দ্রুততম ৫০ গোলের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। ২৫ বছর বয়সী এই সিটি তারকা ভবিষ্যতে মেসি ও রোনালদোর রেকর্ড ভাঙতে পারেন বলে আশা করছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন,“হ্যাঁ, তার গতি ধরে রাখতে পারলে সে রেকর্ড ভাঙতে পারবে। এখন সে দারুণ ফিট আছে, নিঃসন্দেহে আরও ১০–১২ বছর খেলতে সক্ষম। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে রোনালদোর রেকর্ড ভাঙা অসম্ভব কিছু নয়। তার পরিসংখ্যানই তার হয়ে কথা বলে। আমরা ভাগ্যবান যে, সে আমাদের হয়ে খেলছে।” গার্দিওলা আরও বলেন, ভ্যান নিস্টেলরয়, লেভানডোভস্কির মতো গোলদাতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে হালান্ড। বিশেষ করে গত দুই দশক ধরেরোনালদোও মেসির দ্বৈরথ আমরা...