কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ‘নেতৃত্ব দেওয়া ও হাতবোমা ফাটানোর’ অভিযোগে করা মামলায় তেজগাঁও কলেজের শিক্ষক এস এম আশরাফুল আলম আসকরকে কারাগারে পাঠিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৬০ বছর বয়সী অধ্যাপক আসকর তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান। তিনি গাজীপুরের কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। গেল ৭ সেপ্টেম্বর সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করে। এ ঘটনায় হাতবোমা বিস্ফোরণের অভিযোগ এনে সন্ত্রাস বিরোধী আইনে তেজগাঁও থানায় মামলা করেন এসআই এ কে এম নিয়াজউদ্দিন মোল্লা। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে ফার্মগেট এলাকা থেকে আসকরকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাকে আদালতে হাজির করে কারাগারে...