পপ কালচারে বাঙালি নারীকে যে স্টিরিওটাইপের আতসকাঁচ দিয়ে দেখা হতো তার মধ্যে বেণী দুলিয়ে, হারমোনিয়ামে সুর তুলে গান গাওয়া ছিল অপরিহার্য। পশ্চিমবঙ্গের, বিশেষ করে কলকাতা ও শহরাঞ্চলের স্কুলে নিয়মিত গান ও নাচের ক্লাস হয়। এখন বাধ সাধছে শূন্যপদ এবং ইঁদুর দৌড়ের চোখরাঙানি। পপ কালচারে বাঙালি নারীকে যে স্টিরিওটাইপের আতস কাঁচ দিয়ে দেখা হতো তার মধ্যে বেণী দুলিয়ে, হারমোনিয়ামে সুর তুলে গান গাওয়া ছিল অপরিহার্য। সময়ের সঙ্গে স্টিরিওটাইপের চশমা বদলেছে। বদলায়নি বাঙালি বাবা-মায়ের তাদের সন্তানকেনাচ গানের সাংস্কৃতিক পরিবেশেবড় করার তীব্র বাসনা। আমার এক বন্ধুর ছোট্ট মেয়ে লানা ডেল রে আর বিটলসের ভক্ত। সে সালভাতোরে শুনলে গলা ছেড়ে লা লা লা লা করে গান গায়। দুষ্টুমির মধ্যে হিয়র কামস দ্য সান বাজলে শান্ত হয়ে বসে পরে। সেই ছোট্ট মেয়ের বয়স আড়াই। তার...