পটুয়াখালীর মহিপুরে সংরক্ষিত ফাতরা বনসহ বিভিন্ন বনাঞ্চল থেকে নির্বিচারে শত শত গাছ কেটে আনা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সরেজমিন গিয়ে দেখা গেছে, এসব গাছ আলিপুর বাজারের পশ্চিম পাশে কলেস্টার সংলগ্ন এলাকায় পাওয়া গেছে। নারী শ্রমিকরা প্রতিটি গাছে লোহা পুঁতে শুঁটকি শুকানোর কাঠামো তৈরি করছেন। স্থানীয়রা অভিযোগ করছেন, এসব গাছ শুঁটকি ব্যবসায়ী নূর হোসেন গাজী কেটে এনেছেন। তবে নূর হোসেন গাজী দাবি করেছেন, গাছগুলো আমার নয়। আমাকে কেন এর সঙ্গে জড়ানো হলো জানি না। পরিবেশবিদদের মতে, সংরক্ষিত বন উজার হলে এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। মাটি ক্ষয় হবে, যা কৃষি ও স্থানীয় আবাসস্থলকে ঝুঁকিতে ফেলবে। বন্যপ্রাণী তাদের প্রাকৃতিক আবাসস্থান হারাবে এবং জীববৈচিত্র্য ধ্বংস হবে। এ ছাড়া নদী ও উপকূলীয় অঞ্চলে বন্যা ও ভূমিধসের ঝুঁকিও বাড়বে। উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা)...