পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহ শহরে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার পর নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে রেলওয়ে স্টেশন সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে এসে জড়ো হয় জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। পরে ঘণ্টাব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহলে গিয়ে শেষ হয়।আরো পড়ুন:রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উত্তাল রাতের ক্যাম্পাসসারের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে সমাবেশ রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উত্তাল রাতের ক্যাম্পাস সারের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে সমাবেশ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর শাখার আমীর কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে...