ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় সাইমন শরীফ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, গত রাত ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে একটি রামদা, একটি ছুরি ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। সাইমন শরীফ উপজেলার গোয়ালডাঙ্গি গ্রামের বেলাল শরীফের ছেলে।আরো পড়ুন:হবিগঞ্জে ২৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দনেত্রকোণায় ইউপি চেয়ারম্যানকে ধরে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা নেত্রকোণায় ইউপি চেয়ারম্যানকে ধরে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ‘‘যৌথবাহিনী অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করে থানা...