যশোরে শিশু শিক্ষার্থীদের দিয়ে ইসলামী ছাত্রশিবিরের সমর্থক ফরম পূরণের অভিযোগ উঠেছে। অভিভাবকদের অভিযোগ, প্রগতি আদর্শ মাদরাসার অধ্যক্ষ মনিরুল ইসলামের সহযোগিতায় শিশুদের জোরপূর্বক এই ফরম পূরণ করানো হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে যশোর শহরের নতুন উপশহরের সাত নম্বর সেক্টরের মাদরাসায় এ ঘটনা ঘটে। অভিভাবকরা জানান, ইসলামী ছাত্রশিবির সদস্য সংগ্রহের উদ্যোগের অংশ হিসেবে প্রগতি মাদরাসায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আড়ালে কৌশলে শিশু শিক্ষার্থীদের শিবির সমর্থক ফরম পূরণে বাধ্য করা হয়। প্রগতি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আয়ান বিন হাবিব জানায়, সে রাজনীতি বা ছাত্রশিবির সম্পর্কে কিছুই জানে না। কয়েকজন তার কাছে এসে পরিবারের তথ্য নেয় এবং একটি কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। শিক্ষার্থী আয়ানের বাবা ও সজাগ যশোরের নির্বাহী সদস্য হাবিবুর রহমান বলেন, সম্পূর্ণ প্রতারণার মাধ্যমে আমার ছেলেকে শিবির বানানোর চেষ্টা...