মূল মাঠের সীমানাজুড়ে থাকা বিলবোর্ডের বাইরেই বড় বড় ঘাস। থ্রো ইন করতে আসতে হয় সেই ঘাস পেরিয়ে। মাঠ অপ্রস্তুত থাকায় খেলা শুরু হতেও দেরি হলো মিনিট দশেক। তবে বল মাঠে গড়াতেই জমে উঠল লড়াই। ১৩ মিনিটের মধ্যে মিলল দুটি পেনাল্টির দেখা। বসুন্ধরা কিংসের সোহেল রানা দেখলেন দ্বিতীয় হলুদ কার্ড। তারপরও মোহামেডানকে হারিয়ে চ্যালেঞ্জ কাপের শিরোপা ধরে রাখল বসুন্ধরা কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ৪-১ গোলে জিতেছে কিংস। দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো দলকে এগিয়ে নেওয়ার পর মোহামেডানকে সমতায় ফেরান মোজাফ্ফর মোজাফ্ফরভ। এরপর রাফায়েল আগুস্তো ও ইমানুয়েল সানডের লক্ষ্যভেদের পর দোরিয়েলতনের দ্বিতীয় গোলে বড় জয় নিশ্চিত হয় কিংসের। গত বছর অনুষ্ঠিত প্রথম আসরেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবারও শিরোপা জিতেছিল কিংস। এবারও সেই সুখস্মৃতির পুনরাবৃত্তি করল তারা। কিংসের কোচ হিসেবে ট্রফি দিয়ে...