একটি সিনেমার পরতে পরতে আছে একজন নারীর নিজের মত করে বাঁচতে চাওয়ার গল্প; আর আরেকটি সিনেমা তুলে ধরেছে সমাজের প্রান্তিক মানুষের জীবনের ওঠানামার নানা স্তর। এই দুইটি সিনেমা হল 'বাড়ির নাম শাহানা' ও 'ফেরেশতে'; যা শুক্রবার মুক্তি পেয়েছে দেশের মাল্টিপ্লেক্সেগুলোতে। তবে নির্মাণের পর দুটি সিনেমাই প্রদর্শিত হয়েছে বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। লীসা গাজীর পরিচালনায় ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাটি দেখা যাচ্ছে ৯টি প্রেক্ষাগৃহে। প্রযোজক আরিফুর রহমান গ্লিটজকে জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখা,সনি স্কয়ার, সেন্টার স্কয়ারে দেখা যাচ্ছে সিনেমাটি। এছাড়াও ব্লকবাস্টার সিনেমাস, নারায়ণগঞ্জের সিনোস্কোপ, ম্যাজিক মুভি থিয়েটার, গ্র্যান্ড রিভার ভিউ, মোমো ইনন পার্কে প্রদর্শিত হচ্ছে 'বাড়ির নাম শাহানা'। বিচ্ছেদের পরও নিজের মত করে বাঁচতে চাওয়া দীপা নামের এক নারীর অদম্য লড়াইয়ের গল্পের সিনেমা এটি। দীপা কোনোভাবেই চায় না স্বামীর সঙ্গে...