কুমিল্লার ধর্মসাগর পাড়ে ঘরোয়া মৌসুমের প্রথম টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ চ্যালেঞ্জ কাপে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং। ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত নাটকীয় ম্যাচে ৪-১ গোলের বড় জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে কিংস। ম্যাচ শুরুর আগেই ঘটে নাটকীয়তা। মাঠ পুরোপুরি প্রস্তুত না থাকায় শুরু হতে দেরি হয় ১১ মিনিট। খেলা শুরুর পর মাত্র ১৩ মিনিটের মধ্যেই দেখা মেলে দুটি পেনাল্টির। সপ্তম মিনিটে দোরিয়েলতনকে ফাউল করলে স্পট কিক পায় কিংস, আর ব্রাজিলিয়ান গোলমেশিন নির্ভুল শটে দলকে এগিয়ে নেন। তবে ছয় মিনিট পরই সমতায় ফেরে মোহামেডান। বক্সের ভেতরে এলি কেকে’কে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে গোল করে সমতা ফেরান উজবেক ফরোয়ার্ড মোজাফফরভ। প্রথমার্ধে সুযোগ পেলেও আর ব্যবধান বাড়াতে পারেনি কিংস। দোরিয়েলতনের শট ফিরিয়ে দেন গোলরক্ষক সুজন হোসেন। বিরতির...