১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পিএম কক্সবাজারের টেকনাফে মদ্যপানকে কেন্দ্র করে পৌর বিএনপির এক নেতাকে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৩ টার দিকে টেকনাফের পৌরসভার উত্তর জালিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায়। নিহত ইমদাদ হোসেন (৪৭) উত্তর জালিয়াপাড়ার মৃত আলী হোসেনের ছেলে। তিনি পৌর বিএনপির সহসভাপতি। পেশায় একজন পানের দোকানদার। প্রত্যক্ষদর্শীরা জানান— গত বৃহস্পতিবার জালিয়াপাড়ার নুরুল আলম ওরফে পুতুইয়ার পুত্র মো. আরকানের বিয়ের অনুষ্টানে মদ্যপানকে কেন্দ্র করে একই এলাকার আব্দুর রহমানের সঙ্গে নিহত ইমদাদ হোসেনের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে ইমদাদ হোসেন দোকান বন্ধ করার জন্য বাজারের দিকে চলে যায়। পরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী...