১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম নির্বাচন ভন্ডুল হলে জামায়াতে ইসলামীর সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, যে বিষয়গুলো নিয়ে তারা আন্দোলনে যাচ্ছে তা টেবিলে আলোচনা ছাড়া নিষ্পত্তি হতে পারে না। রাজপথে স্লোগান দিয়ে পিআরের পক্ষে কোন যুক্তি দাঁড় করা যায় না। স্লোগান দিয়ে একটা গণ-পরিষদ প্রতিষ্ঠা করা যায় না। শক্তি দেখাবার কথা হতে পারে, শক্তি তারা দেখাতে পারবে। কিন্তু অন্যরাও তো তা দেখাতে পারবে। দুই পক্ষ শক্তি দেখানো মানেই সংঘাত, তাতে তৃতীয় পক্ষ আসবে ক্ষমতায়, যেহেতু ইলেকশন হতে পারবে না। সমসাময়কি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাতকারে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। নাগরিক...